সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০২০ ১৭:২১

জাতীয় শোক দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৭ কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সবমিলিয়ে ৭টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, ১৫ আগস্ট পতাকা অর্ধনমিত রাখা, নিজ নিজ অবস্থান থেকে কালো ব্যাজ ধারণ, ওই দিন সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর সাড়ে ১২টায় শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া ১৪ আগস্ট ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম ব্যবহার করে বিভাগীয় আলোচনা সভা এবং শোক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে নিজ নিজ ফেসবুক গ্রুপে পোস্ট দেবেন ছয়টি বিভাগের বিভাগীয় প্রধানগণ।

আপনার মন্তব্য

আলোচিত