শাবি প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২০ ১৮:৩২

মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে কাজ করবে শাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের ‘‘গ্লোবাল স্যানিটেশন গ্রাজুয়েট স্কুল (জিএসজিএস) প্রোগ্রাম’’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ ১২টির অধিক দেশের সাথে বৈশ্বিকভাবে যুক্ত হতে পারবে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন রুপকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত টেকসই পয়:নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করন। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দেশে প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুণগতমান সম্পন্ন স্নাতকোত্তর পর্যায়ে গ্রাজুয়েট তৈরির জন্য এ চুক্তি কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদে ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অধ্যাপক ড. জহীর বিন আলম, অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন, সহযোগী অধ্যাপক গোলাম মোহাম্মদ মুন্না, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, প্রভাষক আয়েশা ফেরদৌস মিতা ও প্রভাষক সাবরিন আরা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত