শাবি প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২০ ২১:৩৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্সের কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, আইকিউএসির কর্মকর্তা অশোক বর্মন অসীম, শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।  

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ভাস্কর্য ভাংচুরের ঘটনাকে ঘৃণ্যতম উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া এঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত