নিউজ ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ১৭:৩৩

সিকৃবিতে 'রিসার্স মেথডোলজি' বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। অনুষদীয় কনফারেন্স রুমে 'রিসার্স মেথডোলজি' বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হেকেপ উপপ্রকল্পের এসপিএম প্রফেসর ড. মো: শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কবির হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় ড. শাহি আলম বলেন, উচ্চ শিক্ষা ও গবেষণা করার জন্য এই প্রশিক্ষণের বিকল্প নেই।” শিক্ষার্থী এই কর্মশালার মাধ্যমে সৃষ্টিশীল কাজে যুক্ত হতে পারবে বলে , লিডিং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কবির হোসেন আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, কোর্স পরিচালক জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।

উক্ত কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা সকলের সামনে বর্ণনা করেন। এরপর সকলের মধ্যে সনদ বিতরণ করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত