সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২০ ১১:৪৮

ঢাবি শিক্ষক সমিতিতে নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পুরো প্যানেলে নির্বাচিত হয়েছে। বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল এবার নির্বাচনে অংশ নেয়নি।

নীল দল থেকে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ সভাপতি ও অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত অন্যরা হলেন সহ সভাপতি অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং সদস্য অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন ও অধ্যাপক ড. নিসার হোসেন।

আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের নির্ধারিত দিন ধার্য রয়েছে। তবে কোভিড-১৯ পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা ও অন্যান্য নির্বাচন না হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন থেকে বিরত রয়েছে সাদা দল। ফলে নীল দলের একমাত্র প্যানেল জমা পড়ে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। ১৫ সদস্যের কমিটির প্রত্যেকটি পদে নীল দলের একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় সবাইকে বিজয়ী ঘোষণা দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত