সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২ ১৪:৩৩

শাবিপ্রবি’র টিলায় অগ্নিকাণ্ডে উপাচার্যকে দায়ী করছে শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলায় একাধিকবার আগুন লাগার ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল ও শহীদ মিনার সংলগ্ন কয়েকটি টিলায় আগুন লাগিয়ে বন বিভাগের বনায়ন কর্মসূচির আওতায় লাগানো বেশকিছু গাছপালা ও বন উজাড় করা হয়েছে।

এছাড়া ওই এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে চলমান আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। একদিকে আগুন নেভানোর পর অন্যদিকে আগুন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে টিলায় আগুন লাগার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত