সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৫ ১৯:০০

শাবিতে বিজয় দিবসে সমকাল সুহৃদ সমাবেশের যাত্রা শুরু

মহান বিজয় দিবসে একাত্তরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রথমবারের মত যাত্রা শুরু করেছে সমকাল সুহৃদ সমাবেশ। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’র সামনে থেকে র‌্যালী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শাবি সুহৃদের সদস্যরা। পরে শিক্ষাভবন ‘বি’র পাশ্ববর্তী টঙে (ছোট দোকান) পরবর্তী করণীয় ঠিক করতে এক সাধারণ সভায় মিলিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের মুক্তিযুদ্ধ কর্ণারে ‘সাহিত্য আড্ডা’ আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আড্ডার বিষয়বস্তু হিসেবে শহীদ জননী জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইটি নির্বাচন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও সাধারণ সভা কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ শাবি’র প্রতিনিধি উপদেষ্টা তন্ময় মোদক, সুহৃদ তানভীর আহমেদ রাব্বি, নাদিয়া জামান নিসা, সৈকত মুৎসুদ্দি, মো. মামুন শাহ্, আদিব হাসান রিসাত, এ এফ এম নাফিউজ্জামান, অনিরুদ্ধ দেবরায় অমিয়, ফারিয়া বিনতে আরিফ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত