শাবিপ্রবি প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২ ২৩:৩৩

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের শুরুতে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন কোষাধ্যক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা প্রতিপক্ষ'র সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, অন্যজনকে আঘাত করে খেলবে না। এতে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। খেলাধুলা আমাদের মন মানসিকতাকে প্রফুল্ল রাখে। তাই খেলাধুলাকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমরা চাই পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষামূলক কর্মকান্ডে তোমরা অংশগ্রহণ কর।

এসময় শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সউদ বিন আম্বিয়া'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ  নির্দেশনা পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক আমিনা পারভীন , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলসহ বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা।

উদ্বোধনী খেলায় ওশেনোগ্রাফি বিভাগ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ম্যাচ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত