
১০ নভেম্বর, ২০২২ ১৯:০৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৭ তম ব্যাচ সম্যকের উদ্যোগে সুরের তালে তালে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেক।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ সম্যক উদ্যোগে শুক্রবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৩টি ব্যান্ডও গানের তালে মুগ্ধ করবেন শাবিপ্রবির শিক্ষার্থীদের। এ ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে, ব্যান্ড সম্যক, নোঙর, রিম, সিলেটের ব্যান্ড ঐরাবত। এদিন বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত তারা মঞ্চ মাতাবেন।
শিক্ষা সমাপণী অনুষ্ঠানে আরও রয়েছে, বেলুন উড়ানো, আনন্দ র্যালি, কেক কাটা, ব্যান্ড সম্যক টি-শার্ট উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান- সায়াহ্নে সম্যক, কাঙ্গালী ভোজ ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আমাদের সময়, স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইনক্রাফট, নেরলেক, সেভয়, মিঃ কাচ্চি ঘর, ডকুমেন্টেশন পার্টনার সুপা, প্রিন্টিং পার্টনার রয়্যাল এড ইত্যাদি।
আপনার মন্তব্য