শাবিপ্রবি প্রতিনিধি

১৪ মার্চ, ২০২৩ ২৩:০২

শাবিপ্রবির ফজিলাতুন্নেছা হলে নতুন দুই সহকারী প্রভোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ২ জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মারিয়া সুলতানা।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুছ আলী।

তিনি জানান, দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ধরণের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আপনার মন্তব্য

আলোচিত