শাবিপ্রবি প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৩ ২৩:৩৯

শাবি প্রেসক্লাবের আয়োজনে 'সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র'


স্বাধীনতার ৫২ বছর উদযাপন উপলক্ষে 'সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র' প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে শাহলালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'।

রোববার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সম্মুখে দিনব্যাপী এ তথ্যচিত্র প্রদর্শনী করা হবে।

এই প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে শহীদ বুদ্ধিজীবী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের অবদানের কথা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রেসক্লানের সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। এ তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধে নানা শ্রেণীর মানুষের অবদান সম্পর্কে জানা যাবে। এতে সেসময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর ও আলোকচিত্র বর্তমান প্রজন্মমের কাছে তুলে ধরা হবে। অনুষ্ঠানে সকলের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করছি।

আপনার মন্তব্য

আলোচিত