শাবিপ্রবি প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৩ ১৮:৪১

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদবস্ত্র দিবে শাবিপ্রবির স্বপ্নোত্থান

সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান।

তিনি জানান, 'স্বপ্নোত্থান' প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার 'স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ ২০২৩' কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, আশেপাশের মেস ও বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলার টেন্ট থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করা হবে।

এ বিষয়ে সংগঠনটি সভাপতি ধীমান দাস দিব্য বলেন, 'রমজান মাস শুরুর সাথে সাথেই মুসলিমদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু সমাজের সকলের জন্য ঈদ সুখের বার্তা বয়ে আনে না। অনেক মানুষ নিজেদের মৌলিক চাহিদাগুলোও পূরণে হিমশিম খায়। আপনাদের আর্থিক সহযোগিতা ও ভালোবাসায় আমরা ইদের আনন্দ পৌঁছে দিবো হতদরিদ্র সেই মানুষগুলোর কাছে।'

সহায়তা পাঠাতে চাইলে, বিকাশ: 01701025426, নগদ: 01701025426, রকেট: 017010254264, সোনালী ব্যাংক লিমিটেড (A/C), Swapnotthan, A/C NO: 33001183, শাবিপ্রবি শাখা।

আপনার মন্তব্য

আলোচিত