শাবিপ্রবি প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২৩ ১৭:২৬

প্রগতি লাইফ ইনস্যুরেন্স বীমার আওতায় আসছে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের বীমার আওতায় আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে বীমার আওতায় আসবে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া স্বাক্ষর করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ হাসান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানগণ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত