৩১ অক্টোবর, ২০২৩ ০৯:৫১
দেশব্যাপী অবরোধের কারণে ৩ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা।
সোমবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে বৃহস্পতিবার ২ নভেম্বর পর্যন্ত ৩ দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধে পরিবহন এবং শিক্ষার্থীদের ক্ষয়-ক্ষতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত অনুযায়ী দেশের স্বাভাবিক অবস্থা বিরাজমান না থাকলে সেক্ষেত্রে পরিবহন বন্ধ থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরীক্ষাগুলো সরাসরি নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য