০১ নভেম্বর, ২০২৩ ১১:৫৫
মোটর সাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তিনি রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের (২০১৯-২০সেশন) শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেটের সালুটিকর নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।
তিনি জানান, ভোর ৪টার দিকে তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে অ্যাক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, এ শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আমরা খবর পেয়েছি সে অ্যাক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।
প্রসঙ্গত, রাকিবুল হাসান সিফাত বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেল কলোনি এলাকার ফজলুল হক আকন্দের সন্তান।
আপনার মন্তব্য