শাবিপ্রবি প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৩

সৌন্দর্যবর্ধনে শাবিপ্রবিতে বনায়ন কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে প্রধান ফটক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল।

এসময় পৃথকভাবে ফুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তারা। একই সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আারফিন খাঁন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত