শাবিপ্রবি প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৪ ১৬:৫৭

নতুন শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে ঢাকার বনানীস্থ শিক্ষামন্ত্রীর নিজ বাস ভবনে সৌজন্যে সাক্ষাৎ করেন উপাচার্য।

নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখছি নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে নতুন শিক্ষামন্ত্রীর সাথে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন উপাচার্য।

এর আগে নতুন শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার প্রতি জোর দেওয়া, যত্নবান হতে হবে। এখাতে বাজেট কম থাকে তাই ভবিষ্যতে বাজেট আরও বাড়াতে হবে। বঙ্গবন্ধু যেভাবে শিক্ষাকে চেয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থা সেভাবে হওয়া উচিত। তাই দেশের শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এরআগে শিক্ষামন্ত্রণালয়ের উপ-শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নওফেল।

আপনার মন্তব্য

আলোচিত