শাবিপ্রবি প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৪ ২৩:১১

শাবিপ্রবি উপ-উপাচার্যের সাথে চীনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের প্রতিনিধি দল।

রোববার (২১ জানুয়ারি) উপাচার্যের সম্মেলন কক্ষে্ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণা  কার্যক্রম  সম্পর্কে  অবহিত করেন এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের  সাথে  শিক্ষা  ও গবেষণা  কার্যক্রমে পারস্পারিক   সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. মো. কবির হোসেন।

ইউনান বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ড. ইয়াং হাই, অধ্যাপক জেং জি ফিলিপ, জিন ইউ, পেং উই, শিক্ষার্থী লু লিয়াং এবং হাও লিংগি ।

এসময় অন্যদের মধ্যে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. মো. শাহাবুল হক উপস্থিত  ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত