শাবিপ্রবি প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৪ ২১:৫৬

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ১১ পদে ২২ প্রতিদ্বন্দ্বী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দুই প্যানেলে ভাগ হয়ে ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন পদপ্রার্থী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার তাপস তালুকদার।

তিনি জানান, এবারের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সাধারণ সম্পাদক পদে আইকিউসির অ্যাকাউন্টস অফিসার অশোক বর্মন অসীম, সহ-সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে একই প্যানেল থেকে লড়ছেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রিন্সপাল ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার মো. মইনুল ইসলাম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার রাজীব সী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, রাসেন্দ্র চন্দ্র দাস ও মো. সিরাজুল ইসলাম।

অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সহ-সভাপতি পদে উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।

এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা, উপরেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াসমিন।

আপনার মন্তব্য

আলোচিত