০৯ ফেব্রুয়ারি , ২০২৪ ০০:২৭
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে অনলাইনে রেজিস্ট্রেশন এর জন্য ‘অনলাইন পোর্টাল’ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পোর্টালটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম; চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ রাজিব আহমেদ; ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং দাপ্তরিক প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য তার বক্তব্যে বলেন, এই পোর্টালের মাধ্যমে গ্রাজুয়েটরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ইত্যাদি অনলাইল পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে কনভোকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
তিনি গ্রাজুয়েটদের দ্রুত রেজিস্ট্রেশন করে আসন্ন সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ করেন।
আপনার মন্তব্য