শাবিপ্রবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০২৪ ২৩:৩৭

শাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলার পাশাপাশি তোমাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত হতে হবে, খেলার মাঠ কিংবা বিশ্ববিদ্যালয়ের অন্য কোথাও শৃঙ্খলা ভঙ্গ করবেনা। এসময় ছেলেদের পাশাপাশি খেলাধুলায় মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেন উপাচার্য।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ক্রীড়া কমিটির সভাপতি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষাদপ্তরের প্রধান সউদ বিন আম্বিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত