নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:০৭

বিশ্ব ভালোবাসা দিবসে পাখির জন্য ‘আবাস’ তৈরী

বিশ্ব ভালোবাসা দিবসে পাখির জন্য ‘আবাস’ তৈরী করে অন্যরকম ভালোবাসার নিদর্শন দেখালো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

পাখিরা হারিয়ে যাচ্ছে। হারাচ্ছে তাদের আবাস। মানুষরাই পাখিদের আবাসভূমি নষ্ট করছে নিজেদের স্বার্থ রক্ষায়। এমন বাস্তবতায় ব্যাতিক্রমী উদ্যোগে পাখিদের আবাসস্থল গড়ে দিলো সিকৃবি’র ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১৯তম ব্যাচের ক’জন শিক্ষার্থীর।

নিজেদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন গাছে নানা আকারের মাটির কলস বেঁধে দেয়া হয়। পানি ও বাতাস নিষ্কাষনের জন্য কলসগুলোতে কয়েকটি ফুটো করে দেন তারা। ভালোবাসা দিবসের সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যম্পাসের দশটি গাছে পঞ্চাশটি কলসি বাঁধেন উদ্যমী তরুনের দলটি।

আয়োজকদের মধ্যে সাইফুল ইসলাম, মনজুর কাদের, জুনেদ আহমদ, শতাব্দি দেব ও উজ্জ্বল জানান, প্রতিবছর ভালোবাসা দিবসে এ কাজটি করে থাকেন। সকলের সহযোহিতা পেলে ভবিষ্যতে অন্যান্য প্রাণীদের আবাস রক্ষায় এমন উদ্যোগ গ্রহন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত