১০ নভেম্বর, ২০২৫ ২২:০১
সিলেট বিভাগের অর্ধশতাধিক ইংরেজি শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পপ্ন হয়েছে বেলটা-এসআইইউ-টিএইচটি কনফারেন্স। সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনফারেন্সে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।
সকালে প্রধান অতিথি হিসেবে কনফারেন্স উদ্বোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তাঁর বক্তব্যে তিনি বলেন, ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ছাড়া যুগোপযোগী পাঠদান সম্ভব নয়। ইংরেজি কেবলমাত্র একটি ভাষা নয়, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কৌশলও বটে।
তিনি বলেন, শিক্ষকদের জীবনব্যাপী শেখার মানসিকতা থাকতে হবে। সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে পাঠদানের নিত্যনতুন কলাকৌশল রপ্ত করে তা শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার করতে হবে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানের টিচার্স হেল্পিং টিচার্স (টিএইচটি) টিমের প্রধান প্রফেসর ড. পেট্রিক ডয়ার্থি, বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশনের (বেলটা) সহসভাপতি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাকাদ আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলটা সিলেট চ্যাপ্টারের সেক্রেটারি সুলতান আহমদ।
'টিচিং ইংলিশ ইন দ্যা ইন্টারেস্টিং টাইম' শীর্ষক এ কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাপানের একিতা ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডয়ার্থি, মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এনি হাওয়ার্ড, রিটসুমেইকান ইউনিভার্সিটির প্রফেসর ড. ক্রিস্টোফার জনসন এবং এবং তোহোকু ইউনিভার্সিটির প্রফেসর ড. সিসিলিয়া সিলভা। প্রশিক্ষকগণ ইংরেজি ভাষা পাঠদান, ক্লাসরুম ম্যানেজমেন্টসহ বিভিন্ন আধুনিক পাঠদান পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA), জাপানের টিচার্স হেল্পিং টিচার্স, জালট এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের যৌথ আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সমাপনী বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়ার মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হয়।
আপনার মন্তব্য