০৯ নভেম্বর, ২০২৫ ১৮:৪৫
সিলেট বিভাগের ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বেলটা-এসআইইউ-টিএইচটি কনফারেন্স আগামীকাল ১০ নভেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। এ কনফারেন্সে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।
কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন জাপানের একিতা ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডয়ার্থি, মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এনি হাওয়ার্ড, রিটসুমেইকান ইউনিভার্সিটির প্রফেসর ড. ক্রিস্টোফার জনসন এবং এবং তোহোকু ইউনিভার্সিটির প্রফেসর ড. সিসিলিয়া সিলভা।
বিশ্ববিদ্যালয়ের শামীমাবাদস্থ নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ কনফারেন্স উদ্বোধন করবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশনের (বেলটা) সহসভাপতি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাকাদ আহমদ চৌধুরী।
বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA), জাপানের টিচার্স হেল্পিং টিচার্স, জালট এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের যৌথ আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে নিবন্ধনকৃত সকল শিক্ষককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও বেলটা সিলেট চ্যাপ্টারের কো অর্ডিনেটর প্রণবকান্তি দেব।
আপনার মন্তব্য