০৫ নভেম্বর, ২০২৫ ২৩:৪৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশন। এসময় শাকসু নির্বাচনের আচরণবিধি তৈরি ও ভোটার তালিকা তৈরি কাজ চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের সদস্যরা সাংবাদিকদের কাছ থেকে আচরণবিধি প্রণয়ন বিষয়ে মতামত নেন। সাংবাদিকরাও নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস বলেন, ‘আমরা ইতোমধ্যে উন্মুক্ত আলোচনার জন্য সকল সংগঠনকে আহ্বান জানিয়েছি। সাংস্কৃতিক সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বসেছি। পাশাপাশি আচরণবিধি ও ভোটার তালিকা তৈরির কাজও চলমান আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবো।’
শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। অবশেষে এ নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সোচ্চার ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও এ ধারাবাহিতকা বজায় রাখবেন। এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সাংবাদিকরা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান তিনি।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, স্থপতি ইফতেখার রহমান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
শাবি প্রেসক্লাবের পক্ষে সহ-সভাপতি আদনান হৃদয়, সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য