শাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৩৭

শাবিতে টি শার্ট ও লোগো ডিজাইন প্রতিযোগীতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক সংগঠন ‘বাইনারী’ এর পক্ষ থেকে ক্লাবটির লোগো এবং টি শার্ট ডিজাইন প্রতিযোগীতা শুরু হয়েছে। এছাড়া নবীন শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগীতারও আয়োজন করেছে সংগঠনটি।

রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাইনারী’র আহ্বায়ক রিপন সরকার এবং কো-আহ্বায়ক শিশির চন্দ্র দাস।
তারা আরো বলেন,‘টেকনোলজি ফর রিয়েল লাইফ’ এই থিমকে সামনে রেখে যেকোনো ব্যক্তি নিবন্ধন পূর্বক এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে। এ জন্য ক্যাম্পাসের অর্জুন তলায় স্থাপিত বুথ থেকে নিবন্ধন করতে হবে। লোগো প্রতিযোগীতায় বিজয়ীকে ৫০০০ টাকা এবং টি শার্ট প্রতিযোগীতার বিজয়ীকে ২০০০ টাকার প্রাইজমানি দেয়া হবে। লোগো ও টি শার্ট ডিজাইন জমা দেয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।

যে কেউই একাধিক ডিজাইন জমা দিতে পারবে। এছাড়া নবীন শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতার বিষয়ে তিনি বলেন, যে কোন নবীন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেকটি বিভাগ থেকে একজন করে বিজয়ী বেছে নেয়া হবে বলে জানান

আপনার মন্তব্য

আলোচিত