শাবি প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৬ ১৭:৪৭

শাবিতে ‘বিশ্ব সমাজকর্ম দিবস’ পালন

‘একটি অবিভক্ত মানবজাতি গঠনে সহায়করূপে সমাজকর্মী’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব সমাজকর্ম দিবস’। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় একাডেমিক ভবন ‘ডি’ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, অধ্যাপক আমিনা পারভীন, সহযোগী অধ্যাপক তাহমীনা ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত