শাবি প্রতিনিধি

০২ এপ্রিল, ২০১৬ ২১:৪৯

তনু হত্যার প্রতিবাদে ছাত্র ধর্মঘট, রোববার বন্ধ থাকবে শাবির পরিবহন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যারকারীদের গ্রেপ্তারের দাবিতে আহুত ছাত্র ধর্মঘটের কারণে রোববার (৩ এপ্রিল) বন্ধ থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস। তবে শিক্ষকদের বহনকারী বাস যথারীতি চলাচল করবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম এই তথ্য জানিয়ে বলেন, ধর্মঘটের কারণে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ধর্মঘটের কারণে পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। ধর্মঘটের কারণে বাস না চললে পরীক্ষা হবে কিনা  এ নিয়ে  সন্দিহান তাঁরা।

উল্লেখ্য, তনু হত্যার বিচার দাবিতে ৩ এপ্রিল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ২৯ মার্চ শাহবাগের অবরোধের পর এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উজমা তাজরিন।

এই ধর্মঘটে প্রগতিশীল ছাত্রজোটও সমর্থন জানায়।

আপনার মন্তব্য

আলোচিত