সিকৃবি প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৬ ২১:৪৪

সিকৃবিতে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও  কারিগরি অনুষদের  ৪র্থ  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির   শুরুতেই   কৃষি প্রকৌশল ও  কারিগরি  অনুষদের  ডিন  ড. পিজুষ কান্তি  সরকারের  তৎত্ত্বাবধানে  অন্যান্য শিক্ষক ও   শিক্ষার্থী অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার  আয়োজন  করা হয়।  
শোভাযাত্রাটি  প্রাণীবিজ্ঞান অনুষদের  সামন থেকে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের  নির্মানাধীন ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়। তারপর  উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের  উদ্দেশ্যে সংক্ষিপ্ত  বক্তব্য  রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে কৃষি প্রকৌশল  অনুষদের  শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করবে  বলে আশা প্রকাশ করেন।

এরপর কেক  কেটে  অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির  সমাপ্ত হয়।

উল্লেখ্য,  ২০১২ সালের এই  দিনে বিশ্ববিদ্যালয়ের   তৎকালীন ভাইস চ্যান্সেলর   ড. শহীদুল্লাহ তালুকদারের  হাত ধরে এই অনুষদের সূচনা  হয় । বর্তমানে  পাঁচটি ব্যাচ অধ্যয়নরত  আছে।

আপনার মন্তব্য

আলোচিত