অনলাইন ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৫ ২৩:৩৯

বাংলাদেশের শিক্ষার্থিদের স্কলারশিপ দিচ্ছে ভারত সরকার

তথ্য-সূত্র : ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে ভারতীয় দূতাবাসের এই লিংকে

বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বৃত্তি ঘোষণা করেছে ভারত সরকার। ঢাকায় ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।



এবছর মেডিসিন স্কলারশিপ দিচ্ছে না ভারত। তবে বাংলাদেশ স্কলারশিপ, ইন্ডিয়া স্কলারশিপ এবং কমনওয়েলথ স্কলারশিপ—এই তিন ধরনের বৃত্তি দেওয়া হবে এবার। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তি দেওয়া হবে।



এ বৃত্তির জন্য প্রাথমিক যোগ্যতা হিসেবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫ এর মধ্যে সর্বনিম্ন জিপিএ ৩-এর কথা বলা হয়েছে। এর পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার কথাও বলা হয়েছে, তবে আইইএলটিএস কিংবা টোফেলের বাধ্যবাধকতা নেই।



আগ্রহীদের শিক্ষার্থীদের বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট (www.hcidhaka.gov.in) (http://www.hcidhaka.gov.in) থেকে আবেদনপত্র সংগ্রহ করে ১০ জানুয়ারির মধ্যে নিচের ঠিকানাগুলোতে পাঠাতে হবে। ঠিকানাগুলো হলো, ([email protected]) (mailto:[email protected]), ([email protected]) এবং ([email protected]) (mailto:[email protected])।



আবেদনপত্র পাঠাতে হবে পিডিএফ আকারে। হাতে পূরণ করা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। ভারতীয় দূতাবাস এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন (আইসিসিআর) (http://www.iccrindia.net/) ওয়েবসাইট থেকেও এ-সংক্রান্ত বিস্তারিত জানা যাবে। এ ছাড়া সরাসরি ভারতীয় দূতাবাসের গুলশান কার্যালয়ে যোগাযোগের কথাও বলা হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত