নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৫ ১৫:০২

এমসি কলেজের মানবিক বিভাগের শিক্ষক অবরুদ্ধ

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। নিয়মিত কলেজে না আসা, ক্লাস না নেয়া ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীরা তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন। শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পৌণে ১টা পর্যন্ত অবরুদ্ধ থাকার কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ গিয়ে তাকে মুক্ত করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ,  মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ সপ্তাহে ১ থেকে ২ দিন কলেজে আসেন। কলেজে তিনি নিয়মিত ক্লাস না করিয়ে চলে যান। ফলে পরীক্ষার আগে শিক্ষার্থীরা সিলেবাস সম্পূর্ণ করতে পারেন না। সিলেটবাস সম্পূর্ণ না করেই তাদেরকে পরীক্ষা দিতে হয়। এছাড়া কোন কাজে অধ্যাপক সালেহ আহমদের কাছে গেলে তিনি শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ অধ্যাপক সালেহ আহমদ শুধু শিক্ষার্থীদের সাথে নয় ওই বিভাগের অন্যান্য শিক্ষকদের সাথেও দুর্ব্যবহার করেন। তিনি এমসি কলেজে ক্লাস না নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠদান নিয়ে ব্যস্ত থাকেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।  

 

 

আপনার মন্তব্য

আলোচিত