নিউজ ডেস্ক

১৫ মার্চ, ২০১৫ ১৫:২৪

প্রাথমিকে বৃত্তি পেল ৫৪ হাজার ৪৮১ জন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৮৩ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৯৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  থেকেও বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে বলে জানান ফিজার।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।

সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।
মন্ত্রী জানান, মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাইকে বছরে এককালীন দেড় শ’ টাকা করে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত