সিলেটটুডে ডেস্ক

১৬ মার্চ, ২০১৫ ২২:১৯

সম্পাদকদের কাছে জাফর ইকবালের খোলা চিঠি

পাবলিক পরীক্ষায় গাইড বইয়ের হুবহু আদলে প্রশ্ন তুলে দেয়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে একটি খোলা চিঠি দিয়ে সমস্যা নিরসনে তৎপর হবার আহ্বান জানিয়েছেন। পাঠকদের জন্য সেই চিঠি হুবহু তুলে ধরা হলো:

সম্পাদক মহোদয়,

আমার শুভেচ্ছা নেবেন।

সম্প্রতি পাবলিক পরীক্ষাগুলোতে গাইড বই থেকে প্রশ্ন তুলে দেয়ার একটি বিষয় ঘটতে শুরু করেছে। এক অর্থে এ বিষয়টি প্রশ্ন ফাঁস থেকেও গুরুতর। প্রশ্ন ফাঁস করা করছে সেটি ধরা সম্ভব না হতে পারে কিন্তু শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কারা কারা গাইড বই থেকে প্রশ্ন তুলে দিচ্ছে তা বের করা সম্ভব। আপনারা অনুসন্ধান প্রতিবেদন দিয়ে এ বিষয়টি বের করে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত মানুষের পরিচয় এবং উদ্দেশ্য খুব সহজেই বের করতে পারবেন।

বিষয়টি সকলের নজরে এনে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার বিনীত অনুরোধ করছি।

মুহম্মদ জাফর ইকবাল

আপনার মন্তব্য

আলোচিত