নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৫ ১২:০৭

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

মঙ্গলবার (১৭ মার্চ) খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের লাইব্রেরি হলে স্বাধীন বাংলাদেশের স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয় ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, শৈশব, কৈশোর , তাঁর বেড়ে উঠার সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে আলোকপাত করেন ।
প্রতিষ্ঠানের শিক্ষিকা রুবি বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা – বঙ্গবন্ধুর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে শিশুদের আগামী দিনের সুনাগরিক হতে উদ্বুদ্ধ করেন ।

শিক্ষকদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন – উপাধ্যক্ষ হোসেইন আহমদ, আবেদা হক, মুজিবুর রহমান , মাসুকুজ্জামান তাপাদার, অনুপমা দাস । শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- ঋত্বিক চক্রবর্তী ও সাইমা জাহান অনি ।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হোসেইন আহমদ  এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন শিক্ষিকা- শিপ্রা পাল । এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে  সংগীত পরিবেশন করে – মৌমিতা সিং প্রিমা, জয়শ্রি দেব ।

আপনার মন্তব্য

আলোচিত