শাবি প্রতিনিধি

১৯ মার্চ, ২০১৫ ১৭:৫৫

শাবির নতুন বর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের ক্লাস ২৮ মার্চ থেকে শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাবি ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়।

সভায় অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরুর বিষয়টি অর্ন্তভুক্ত ছিল। সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৮ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া ওই শিক্ষাবর্ষের শূন্য আসনগুলোতে আগামী ২৭ মার্চ অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নাজিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত