সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

চ-ইউনিটে ১৩৫ আসনের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৭৫ শিক্ষার্থী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয়ে হওয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত