এমসি কলেজ প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৬ ০০:৪৩

এমসি কলেজ শিক্ষার্থীদের শিক্ষানবিশ সনদ ও শিক্ষকদের সম্মাননা দিলো ক্রাউন সিমেন্ট

এমসি কলেজ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষানবিশ সনদপত্র বিতরণ এবং গুণী শিক্ষক ও প্রকৌশলীদের সংবর্ধনা দিয়েছে ক্রাউন সিমেন্ট।

সোমবার এমসি কলেজের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষানবিশ সনদপত্র বিতরণ করে ক্রাউন সিমেন্ট। জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ১০ টায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষক এবং প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল আজিজ, এম সি কলেজের সাবেক অধ্যক্ষ এ. এন. এ. এ. মাহবুব আলম, সাবেক অধ্যক্ষ মোঃ তাজিজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার, সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দা সামসুন্নাহার, অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর কৃষ্ণা প্রিয়া দাস, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সামসুন্নাহার, ব্ল-বার্ড কলেজের সাবেক অধ্যক্ষ রাবেয়া খান চৌধুরী, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহার চৌধুরী ছবি।

এছাড়া সংবর্ধনাপ্রাপ্ত প্রকৌশলীরা হলেন, প্রফেসর ড. মোস্তাক আহমেদ, বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং, শাবিপ্রবি, ইঞ্জি. দেবাশীষ ভট্টাচার্য্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিকৃবি, ইঞ্জি. মোখলেসুর রহমান আকাশ, ইঞ্জি. মোঃ এ এইচ আর রব্বানি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সি কলেজের আধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ এবং সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি।

এছাড়া অনুষ্ঠানে এম সি কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং ক্রাউন সিমেন্টের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ক্রাউন সিমেন্টের এমন আয়োজনকে সাধুবাদ জানান।

সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম তালুকদার এবং শিমু বেগম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ দেশব্যাপী ‘বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইক্যুইটি’ শিরোনামে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে সিলেট জেলায় এপ্রিল ২০১৬ হতে মে ২০১৬ পর্যন্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এতে সিলেট এম সি কলেজের ৩২ জন শিক্ষার্থী শিক্ষানবিশ হিসেবে কাজ করেন।

আপনার মন্তব্য

আলোচিত