সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৫ ১৯:৩৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ সাইবার জগৎ-এটাই হোক আজকের শপথ’- এই শ্লোগানকে সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এর উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহায়তায় আজ বুধবার, ৮ই এপ্রিল মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি আইন বিষয়ক কর্মশালা।

কোষাধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বগত বক্তব্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ। কর্মশালায় সাইবার অপরাধের ধরণ, প্রকার, উদ্দেশ্য ও প্রতিকার নিয়ে বিভিন্ন তথ্য ও তথ্যচিত্র উপস্থাপন করেন মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের আইটি বিশেষজ্ঞ জনাব মেহেদী হাসান এবং সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০১৩ সংশোধিত) উপস্থাপন করেন একই বিভাগের আইন বিশেষজ্ঞ এডভোকেট বিপ্রেশ দাস।  

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত