নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৬ ১৫:১৭

বৈঠকে বসেছে শাবির ভর্তি কমিটি, ফরমের মূল্য না কমালে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

ফাইল ছবি

ভর্তি ফরমের মূল্য কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। মঙ্গলবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।

এই বৈঠক থেকে ভর্তি ফরমের দাম কমানোর সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, ভর্তি কমিটির বৈঠকে ভর্তি ফরমের মূল্য কমানের সিদ্ধান্ত না হলে আগামীকাল (বুধবার) থেকে ক্লাস বর্জন কর্মসূচী ঘোষণা করবে তারা।

এদিকে, ভর্তি ফরমের মূল্য কমানোর দাবিতে মঙ্গলবারও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করে '‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ"। ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে তারা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা, যেখানে গত বছর ছিলো ৭৫০-৯০০ টাকা। গতবছরের তুলনায় এবার ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে ৩৩.৩৩ শতাংশ।

শিক্ষার্থীদের দাবি এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না দেশের অধিকাংশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা।

আপনার মন্তব্য

আলোচিত