সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৬ ০৭:০২

রাবি শিক্ষক জলির ‘আত্মহত্যা’: সহকর্মীকে জিজ্ঞাসাবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির ‘আত্মহত্যা’র ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমনাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে তাকে রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

তবে কী তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে মুখ খুলছে না পুলিশ। এর আগে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জলির কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়। 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আতিকুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। তার সঙ্গে কথাবার্তা চলছে। 

তাকে জলির আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে ১০ সেপ্টেম্বর মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অজ্ঞানা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন তার ছোট ভাই কামরুল হাসান।  

আপনার মন্তব্য

আলোচিত