নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০১৫ ১৬:৫৯

শাবিপ্রবি আপডেট: উপাচার্যের আশ্বাসে অন্দোলন স্থগিত করল শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রধান ড. বদিউজ্জামান ফারুক এবং জিওগ্রাফি এন্ড এনভায়রমেন্ট বিভাগের প্রধান ড. শরীফ মোহাম্মদ শরাফ উদ্দিন পদত্যাগের কারণে সৃষ্ট অচলাবস্থার আপাত অবসান হয়েছে। উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শাবিপ্রবি’র পদার্থ বিজ্ঞান ও ভূগোল বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল চারটায় দিকে স্মারকলিপি নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনূল হক ভূইয়ার নিকট গেলে - পহেলা বৈশাখের পর এ ব্যাপারে উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন উপাচার্য।

এ আশ্বাসের প্রেক্ষিতে বিকেল সাড়ে চারটায় উপাচার্য়ের কার্য্যালয় থেকে অবস্থান প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

এর আগে রোববার (১২ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধানগন পদত্যাগ করেন। 

ফলে আজ সকাল থেকে সংশ্লিষ্ট বিভাগগুলিতে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর প্রেক্ষিতে দুপুর বারোটা থেকে উপাচার্যের কার্যালয়ে তালা ও কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগীয় প্রধানদের পদত্যাগ ও বিভাগগুলোতে অচলাবস্থা নিরসনে উপাচার্যের হস্তক্ষেপ দাবী করেন।

আপনার মন্তব্য

আলোচিত