সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৫ ১৪:৪৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট-এর বর্ষবরণ উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে বাঙালি জীবনের সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ, বর্ষবরণের দিনকে চিরায়ত ঐতিহ্যের ভাবগাম্ভীর্য ও আমেজে বরণ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট।

ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং লোকজ বাদ্যযন্ত্র, দোয়েল, পুতুল, মৌমাছি, গোবর পোকা, ময়ূরপঙ্খী নৌকা, মুখোশ, প্রজাপতি, খরগোশ, ময়ূর, বাঘ ও লক্ষ্মী পেঁচার মুখোস সহ বিভিন্ন সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এছাড়া, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্যাম্পাসে আয়োজিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী খাবারের স্টল। বর্ষবরণ উপলক্ষে ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা।

আপনার মন্তব্য

আলোচিত