শাবি প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৬ ১৭:৫১

কেমি কার রেসে তৃতীয় শাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত কেমি-কার প্রতিযোগীতাতে তৃতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল।

সাস্ট ড্রিম চেজার নামের এই দলটি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত।

গত শুক্রবার বুয়েটে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় বুয়েট থেকে ১১ টি, শাবি থেকে চারটি টিম ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশকটি টিম অংশ নেয়।

প্রতিযোগীতার কেমি-কার-রেস এ প্রথম হয় বুয়েটের টিম বোল্ট, ২য় হয় একই বিশ^বিদ্যালয়ের টিম চিরন্তন। অন্যদিকে তৃতীয় ¯’ান অর্জন করে শাবির সাস্ট ড্রিম চেজার।

এই টিমের সদস্যরা হলেন আহসানুল হক, নাহিদ হাসান অয়ন, ওমর ফারুক, মুনকীর ইয়ামিন ও ওয়াহিদ নুর।

উল্লেখ্য শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ প্রথম বারের মত এই ধরনের প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

আপনার মন্তব্য

আলোচিত