নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০১৫ ০০:২৮

শাবিতে প্রামাণ্য চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে শনিবার প্রামাণ্য চিত্র নির্মাণের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি কর্মশালাটির আয়োজন করেছে।

শাবিপ্রবির একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারী রুমে শনিবার সকাল ১০টা থেকেদিনব্যাপী কর্মশালাটি শুরু হবে। কর্মশালা পরিচালনায় থাকবেন এস.এ. টিভির বার্তা সম্পাদক শিপন হালদার এবং সিলেট প্রধান আব্দুল আলিম শাহ।

কর্মশালাটির টেকনিক্যাল সেশনে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

উক্ত কর্মশালায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভুঁইয়া এবং গ্রিন এক্সপ্লোর সোসাইটির উপদেষ্টাগণ।

গত ৫ এপ্রিল থেকে গ্রিন এক্সপ্লোর সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া গ্রিন ফেস্টিভ্যাল আজকের এই প্রামাণ্য চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালাটির মাধ্যমে সমাপ্ত হবে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত