শাবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১০:৪৯

শাবি শিক্ষক সমিতির নেতৃত্বে সামসুল-মহিবুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে পুনরায় সভাপতি হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের মোহাম্মদ মহিবুল আলম নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনেও এ দুজন একই পদে জয় লাভ করেন। সভাপতি পদে সামসুল পান ১৬৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মহিবুল পান ১৫৯ ভোট।

রোববার রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুশতাক আহমদ। মোট ৫১৩ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার ভোট প্রদান করেন।

নির্বাচনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল সামসুল আলম-মহিবুল আলম পরিষদ সভাপতি,সম্পাদক,যুগ্ম-সম্পাদক,কোষাধ্যক্ষ,৫জন সদস্য নিয়ে ১১টি পদের ৯ টিতেই জয়লাভ করেছে।

অন্যদিকে আওয়ামী-বাম সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেল অধ্যাপক ড. রাশেদ তালুকদার-জহির উদ্দিন আহমদ পরিষদ থেকে সহসভাপতি ও ১টি সদস্য নিয়ে ২ জন জয়লাভ করেছেন।

অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষকদের প্যানেল ড মো. আশরাফ উদ্দিন-ড. খালিদুর রহমান পরিষদ কোন পদ পায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সামসুল আলম-মহিবুল আলম পরিষদ থেকে যুগ্ম-সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী ১৩৩ ভোট, কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আনোয়ার হোসেন ১৫০ ভোট, সদস্য পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাইফুল ইসলাম ১৬৮ ভোট, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের মোহাম্মদ আফজাল হোসেন ১৫৯ ভোট, গণিত বিভাগের ড মো. আনোয়ারুল ইসলাম ১৫০ ভোট, পদার্থবিজ্ঞান বিভাগের মুহাম্মদ ওমর ফারুক ১৪৭ ভোট, নৃবিজ্ঞান বিভাগের করিমা বেগম ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
,
অধ্যাপক ড. রাশেদ তালুকদার-জহির উদ্দিন আহমদ পরিষদ থেকে সহসভাপতি পদে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. জহির বিন আলম ১৬১ ভোট এবং সদস্য পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সয়েন্স বিভাগের ড. মো. আখতারুল ইসলাম ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত