রাবি প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৭ ২৩:৩৫

রাবিতে ছায়া জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

‘আঞ্চলিক বিরোধ প্রশমনের মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছায়া জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ৯ মার্চ।

রাবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলনটির উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চারদিনব্যাপী এ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৮০ শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান, যুক্তরাজ্যে নিয়োজিত বাংলাদেশ সরকারের সাবেক হাইকমিশনার ও সাবেক রাবি উপাচার্য। বিশেষ অতিথি থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান।

আরইউমুনার’র সেক্রেটারি জেনারেল রাফি বিন আরমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আইউমুনা’র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে থাকবে মোট ছয়টি দল। প্রত্যেকটি দলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক প্রেস, স্পেশাল কমিটি ফর ইন্টেলিজেন্স এজেন্সি ও ডাইসেক নামে দলগুলো অংশ নিবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ আজম শান্তনু ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন আরইউমুনা’র উপদেষ্টা অধ্যাপক শাহ্ আজম শান্তনু, ডিরেক্টর জেনারেল আশিকুল ইসলাম, মিডিয়া পাবলিকেসন্স ডিরেক্টর সাদিয়া ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত