সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৭ ১৬:৫৭

ওসমানী মেডিকেল কলেজে ওবিজিএসের নারী দিবস পালন

'কিশোরী মাতৃত্বকে না বলুন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে অবস্ট্রেটিকেল এন্ড গাইনিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওবিজিএস) সিলেট শাখার উদ্যোগে 'আন্তর্জাতিক নারী দিবস' পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের সরকারি-বেসরকারি সব মেডিকেলের অংশগ্রহণে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহিবুল হক।

এতে সভাপতিত্ব করেন ওজিবিএস এর সভাপতি অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওবিজিএস এর সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নরেন্দ্র কিশোর সিনহা, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোশারফ হোসেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রভাত রঞ্জন দে, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. যুবায়ের, সাংগঠনিক সম্পাদক ডা. অন্তরদীপ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা নারীদের সমাজের সর্বক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন এবং নারী শক্তির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেড।

আপনার মন্তব্য

আলোচিত