ক্যাম্পাস প্রতিনিধি

০৯ মার্চ, ২০১৭ ১৭:৫৩

লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের নতুন সদস্য ও বিতার্কিক বরণ ১৩ মার্চ

লিডিং ইউনিভার্সিটির বিতর্ক বিষয়ক সংগঠন ‌'লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব' নতুন সদস্য ও বিতার্কিকদের বরণ করে নিতে আয়োজন করছে 'Inspirational Session: New Member Reception Program'।

আগামী ১৩ মার্চ এ আয়োজনে থাকছে শিক্ষক-শিক্ষার্থী প্রীতি বিতর্ক, ম্যাগাজিন 'যুক্তিস্বর' এর মোড়ক উন্মোচন ও প্রদর্শনী বিতর্ক।

'সিজিপিএ হ্রাসের জন্য শিক্ষার্থীরাই দায়ী' এ প্রস্তাবকে উপজীব্য করে অনুষ্ঠিতব্য শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক ইতোমধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংগঠনটির সভাপতি রানা মজুমদার বাপ্পী জানান, বিতর্ক চর্চার মাধ্যমে মুক্তবুদ্ধির প্রসারে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব সবসময় সচেষ্ট।

অনুষ্ঠিতব্য বিতর্কে শিক্ষক-শিক্ষার্থীদের সৌহার্দপূর্ণ অংশগ্রহণ নতুন সদস্যদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত