শাবি প্রতিনিধি

২২ মার্চ, ২০১৭ ১৮:০৪

শাবিতে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট ফেস্টিভাল শুরু বৃহস্পতিবার

বিতর্ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট এর আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও ক্যাম্প।

বুধবার (২২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ মার্চ) হ্যান্ডবল গ্রাউন্ডে এ উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এতে সারা দেশ থেকে ১৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আশিকুজ্জামান শাওন, সহ-সভাপতি আবু হামজা ইব্রাহিম, মাঝহারুল বিল্লাহ, মকবুল চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত