সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০১৭ ২০:১৩

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ৪র্থ আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী হয়েছে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিতর্কের বিষয় ছিলো- একমেরুকেন্দ্রিক শক্তিই আগামী পৃথিবীর উন্নতির অন্তরায়। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। তুমুল বিতর্ক শেষে এতে জয়লাভ করে বিরোধীদল।

চূড়ান্ত বিতর্কে ছায়া সংসদে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও সাবেক জাতীয় বিতার্কিক শামীম আল আজিজ লেলিন। বিচারকের দ্বায়িত্ব পালন করেন সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি ও জাতীয় বিতার্কিক মাজহারুল বিল্লাহ লোচন ও জাতীয় বিতার্কিক রাইয়ান ইশরাক দীপন।

আপনার মন্তব্য

আলোচিত